আমরা অতি উৎসাহে পরিদর্শনমূলক কর্মসূচী আয়োজন করে থাকি। প্রতি বছর সারা বিশ্ব থেকে অনেক সদস্য আমাদের তৃণমূল পর্যায়ের কাজ পরিদর্শন করতে আসে। এই কর্মসূচীটি পরিদর্শকদের কাছে আমাদের সমস্ত কার্যক্রম চমৎকারভাবে উপস্থাপিত করে, এবং তার পাশাপাশি তাদের মূল্যবান মতামতও আমাদের অনেক সাহায্য করে থাকে। আপনিও এই অভিজ্ঞতা পেতে চাইলে আমাদের ভ্রমন পরিকল্পনা টি দেখুন।
ডাউনলোড
অনুগ্রহ করে চেকলিস্ট টি পূরণ করে rana.f@brac.net এ প্রেরন করুন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব।
যোগাযোগের ঠিকানা
ব্র্যাক পরিদর্শন কর্মসূচী
ব্র্যাক সেন্টার(২০ তলা)
৭৫ মহাখালি, ঢাকা ১২১২
ফোনঃ +৮৮০-২-৯৮৮১২৬৫ এক্সটেনশঃ ৩১০৫
ইমেইলঃ visitors@brac.net