নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বিভাগ
আমরা সব ধরনের নির্মাণকাজেই সহায়তা করে থাকি এবং ব্র্যাকের স্থাপনাগুলোর সকল উপযোগ সেবা ও বৈদ্যুতিক যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করি। আমাদের লক্ষ্য হচ্ছে কর্মক্ষেত্রকে আরও পরিবেশবান্ধব করে তোলা।
এই বিভাগ ব্র্যাকের অফিস, ট্রেনিং সেন্টার, আড়ং আউটলেট, পোলট্রি ও মাছের হ্যাচারি, স্টোরেজ ইউনিট, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, দুর্যোগসহনশীল বাড়ি, স্বাস্থ্য ক্লিনিক, স্কুল এবং ব্র্যাককর্মীদের আবাসন ভবনসমূহের নকশা প্রণয়ন ও নির্মাণকাজে সহায়তা করে। এ ছাড়াও ভাড়া করা স্থানের সংস্কার, পরিষ্কারপরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজও এই বিভাগ করে থাকে। উন্নতমানের কাজ, সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহি এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার লক্ষ্যে শ্রমিকদের মজুরি হালনাগাদ করে আমরা আমাদের নিজস্ব নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক সহায়িকা তৈরি করেছি। অতিসম্প্রতি আমরা ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস নির্মাণের কাজ করছি।