বাংলাদেশে শতকরা ৫০ জন মানুষের প্রাতিষ্ঠানিক আর্থিক সেবালাভের সুযোগ নেই।
২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ৫০ শতাংশ মানুষ শহরাঞ্চলে বসবাস করবে। বর্তমানে ২ কোটি মানুষ অস্থায়ী ভিত্তিতে শহরে বাস করছে।
আমরা শহরাঞ্চলে দারিদ্র্যের মধ্যে বসবাসরত মানুষের উপযোগী, সাশ্রয়ী ও মানসম্মত সেবা দিয়ে থাকি এবং তাদেরকে নানাবিধ সরকারি ও বেসরকারি সেবার সঙ্গে যুক্ত করে দিই।
নিম্ন আয়ের জনগোষ্ঠীকে নাগরিক অধিকার এবং নগরায়নের প্রাপ্য সুযোগ-সুবিধা অর্জনে আমরা সহায়তা করি। সেইসঙ্গে নিম্ন আয়ের মানুষের নগরে বসবাসের সক্ষমতা বাড়িয়ে তোলা, দরিদ্রবান্ধব সেবা ও নীতিমালার প্রবর্তন এবং বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা কাজ করি।
আমরা সরকার, বেসরকারি খাত, পেশাদার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করি। নানারকম উদ্ভাবনী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আমরা নগরায়নে ইতিবাচক পরিবর্তন আনা, সুযোগ সৃষ্টি এবং উন্নত সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে ভূমিকা রাখছি।
নগরকেন্দ্রিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার নীতি নির্ধারণে একটি শক্তিশালী অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে আমরা নিম্নআয়ের মানুষদের বসতিগুলোতে সেবার অন্তর্ভুক্তি নিশ্চিত করছি। এর জন্য আমরা আরবান গভর্নমেন্ট ইন্সটিটিউশন, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট এবং পেশাদার সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছি।